Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২৪-২৫ অর্থবছরের প্রতিস্থাপন ও বর্ধিত কোটায় (প্রযোজ্য ক্ষেত্রে) বয়স্কভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার অর্থ জিটুপি পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত নতুন এমআইএসএর মাধ্যমে অনলাইনআবেদন গ্রহণ
বিস্তারিত

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ২০২৪-২০২৫ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিস্থাপন ও বর্ধিত কোটায় (প্রযোজ্য ক্ষেত্রে) বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত নতুন MIS এর মাধ্যমে অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা ০৯-০৪-২০২৫ থেকে ১৭-০৪-২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো। 

বয়স্ক ভাতার আবেদনকারীর বয়স ৩০ জুন ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত পুরুষ- ৬৫ মহিলা- ৬২ বছর পূর্ণ হতে হবে, এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতার আবেদন করার জন্য পৌরসভার মেয়র/কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক বিধবা এবং পুণরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হননি মর্মে প্রত্যয়ন, স্বামীর মৃত্যুর সনদ সংশ্লিষ্ট সমাজসেবা অফিসে জমা প্রদান বাধ্যতামূলক।

এমতাবস্থায়, dss.bhata.gov.bd/onlineApplication লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

প্রকাশের তারিখ
10/04/2025
আর্কাইভ তারিখ
30/04/2050